বার্ষিক পরিক্ষার নোটিশ
এতদ্বারা, মাদরাসার সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক/অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০ অক্টোবর২০২৫ইং রবিবার থেকে চলতি শিক্ষা বর্ষ ২০২৫ইং এর ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরিক্ষা এবং ৬ ডিসেম্বর ২০২৫ইং শনিবার প্লে থেকে ২য় শ্রেণির মাদরাসার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইন্শা-আল্লাহ। উক্ত পরিক্ষায় অংশ গ্রহণের জন্য নিন্মোক্ত হারে ফি নির্ধারণ করা হয়েছে।
প্লে ও নার্সারী শ্রেণি (২০০/-) দুইশত টাকা, প্রথম ও দ্বিতীয় শ্রেণি (২৫০/-) দুইশত পঞ্চাশ টাকা, তৃতীয় শ্রেণি (৪০০/-) চারশত টাকা।
অতএব, আগামী ১৬ নভেম্বর ২০২৫ রবিবারের মধ্যে পরীক্ষা ফি সহ সমুদয় বকেয়া ও অগ্রিম ডিসেম্বর ২০২৫ইং এর বেতন পরিশোধ করতে বিশেষ ভাবে অবগত করা যাচ্ছে।